Nonsense Monir Hossain, CSE student from Stamford University
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
অনেক দিন থেকে নতুন ননসেন্সদের আপডেট দেইনা, পেজ এ অনেকেই ভোট করেছেন ননসেন্সদের নিয়ে পোস্ট করার জন্য,গত কয়েকমাসে অনেক গুলা ননসেন্স পেয়েছি ক্রমান্বয়ে তাদের সম্পর্কে লিখবো, আজকে মনির হোসাইন এক জন আন্ডার গ্রাজুয়েট ননসেন্স, উনি পড়েন স্টামফোর্ড ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স, আমাকে ব্লক করে দেয়ায় তার প্রোফাইল লিংক দিতে পারছি না, এই ছেলেটা আর্জেন্টিনার ফ্যান এবং তাহসান এর ফ্যান, প্রোডাক্ট অর্ডার করে প্রোডাক্ট নিলো না, ডেলিভারি ম্যান কে ঘুরালো, পরে আমার পেজ ব্লক করলো, তার ও একটি পেজ আছে সেখানে নক করলাম বললো ডেলিভারি চার্জ দিবে না, আরো বললো তাকে যা খুশি বলতে পারি তার কিছু যায় আসে না, উনার ইউটিউব চ্যানেল ও আছে, আমি অবাক হয় এই বয়সের ছেলে মেয়ে রা মাত্র ৬০ টাকা ডেলিভারি চার্জ না দিয়ে নিজেরদের কি ভাবে? প্রাইভেট ইউনিভার্সিটিতে পরে কিন্তু অল্প টাকার জন্য আমাদের কে ঠকাচ্ছে, বাটপারি যাকে বলে, সাহস এবং সমস্যা ফেস করার সামর্থ্য ও নাই অনেকের, মাফ ও চাইতে পারে না, আমার এদের কে কেন জানি মাফ করতে ইচ্ছা হয় না, ননসেন্স ছেলেটার কিছু ছবি, ডিটেলস, প্রোফাইলের স্ক্রিনশট দিলাম, যারা অনলাইনে ব্যবসা করেন তারা এই মনির নামের ছোট বাটপার থেকে সাবধানে থাকবেন, এর পেজ থেকেও সাবধান Name: Md. Monir,
Comments
Post a Comment