Realization the উপলব্ধি


উপলব্ধিঃ ঈদের আগে বনানী থেকে বাসায় ফিরছিলাম হঠাৎ এক বস্তু কোন এক বিল্ডিং থেকে আমার গায়ে এবং হাতে থাকা মোবাইল ফোনের স্ক্রীন এ পরল, খেয়াল করলাম আঁচার খেয়ে পরিশিষ্ট অংশ উপর থেকে আমার গায়ে পতিত হয়েছে ভাগ্যিস শক্ত কোন বস্তু ছিল না।
কাল রাতে বাসায় ফেরার সময় বাসার কাছের এক বিল্ডিং থেকে পানের পিক এসে পরল আমার পোশাকে, ভাগ্যিস সাদা পোশাক পরে ছিলাম না তাহলে হয়ত জামা বরবাদ হয়ে যেত। দুটি ঘটনার পর লক্ষ্য করলাম উপরের বারান্দায় কেউ নেই, ক্রোধ সংবরণ করে বাসায় এসে জামা পরিস্কারের কাজ শুরু করলাম। আমরা তো সবাই কম বেশি স্মার্ট, অনেকসময় ভুল হয়ে যায় তাড়াহুড়া এবং অলসতার কারনে। যারা বহুতল ভবনে থাকি তারা একটু সাবধান হলেই এসব ঘটনা ঘটবে না। পথচারীদের সমস্যা হবে না।

feeling hopeful.

Comments