তুমি তুমি শুধু তুমি ভালোবেসে যাও তুমি
ভালোবেসে যাও তুমি
বৃষ্টি ভেজা রাতে মনের কল্পনাতে দেখি তোমার হাতছানি
তুমি লুকালে চোখের আড়ালে মরে যাব ও আমি
বৃষ্টি ভেজা রাতে মনের কল্পনাতে দেখি তোমার হাতছানি
তুমি লুকালে চোখের আড়ালে মরে যাব ও আমি (2)
দেখা দিয়ে যাও কথা বলে যাও চলে যেও না তুমিই
চলে যেও না তুমি
তুমি তুমি তুমি, তুমি তুমি তুমি, তুমি তুমি তুমি।
দিনের আলো আর রাতের তারায় দেখি তোমাকে আমি
তুমি জানো না কেন বোঝোনা মনের মাঝে তুমি
তুমি তুমি তুমি, তুমি তুমি তুমি, তুমি তুমি তুমি।
ঘন কুয়াশাতে আমাবস্যাতে দেখি তোমায় ও আমি
ঠান্ডা বাতাসে রংধনুতে সাত রঙ্গে ও তুমি
ঘন কুয়াশাতে আমাবস্যাতে দেখি তোমায় ও আমি
ঠান্ডা বাতাসে রংধনুতে সাত রঙ্গে ও তুমি (2)
মন দিয়ে যাও মন নিয়ে যাও ভালোবেসে যাও তুমিই
ভালোবেসে যাও তুমি।
তুমি তুমি তুমি, তুমি তুমি তুমি, তুমি তুমি তুমি।
দিনের আলো আর রাতের তারায় দেখি তোমাকে আমি
তুমি জানো না কেন বোঝোনা মনের মাঝে তুমি
তুমি তুমি তুমি, তুমি তুমি তুমি, তুমি তুমি তুমি।
Date: February 1, 2007
https://www.reverbnation.com/onlyzitu/songs
Comments
Post a Comment