বাইশটেকিতে বাসায় চুরি এবং আতঙ্ক: Feeling Unsafe

আজকে রাতে আমাদের বিল্ডিংয়ের মালিকের বাসা সহ পাশের আরো দুইটি ফ্ল্যাটে চুরি হয়। মিরপুর ১৩ বাইশটেকি এরিয়াতে মাঝে মাঝে এরকম হচ্ছে যখন বাসা খালি থাকে। বাড়ির পিছনের বারান্দার গ্রিল ভেঙে ঢোকে এর পর রুম এর জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে কয়েক লক্ষ ক্যাশ টাকা, স্বর্ণালংকার, ট্যাব নিয়ে যায়, অন্য আরেকটি ফ্ল্যাটেও একইভাবে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এই বিল্ডিংয়ের তৃতীয়তলাতেও কয়েক বছর আগে একই ভাবে চুরি হয়েছে। যেভাবে চুরি দিন দিন বাড়ছে আমাদের এলাকায়, আমরা খুব শঙ্কিত। প্রশাসনের এবং এলাকার সমাজ সেবা প্রতিষ্ঠানের কোনো পদক্ষেপ দেখি না, বাসা লক করে কোথাও যাওয়া এখন অনিরাপদ। লক্ষ লক্ষ টাকা, গুরুত্বপূর্ণ জিনিস, বিয়ের গহনা (স্মৃতি) চুরি হওয়া একটা পরিবারের জন্য অভাবনীয় ক্ষতি। আসা করছি প্রশাসন, জন প্রতিনিধি, ক্ষমতাবান লোকজন এই বিষয়গুলো নিয়ে ভাববেন এবং চুরির পিছনে যে চক্র আছে তাদের খুঁজে বের করার চেষ্টা করবেন।


আপনারাও সবাই সতর্ক থাকুন, বিশেষ করে বাইশটেকিবাসি....

 


#unsafeDhaka #IamBangladesh #BDPolice #Mayor #kafrulThana #DMP #DNCC #DhakaNorthCityCorporation #Mirpur13 #4noWard

Comments