কিছু বাটপার এবং প্রতারকদের সাথে পরিচিত হই যার ফলে আপনারা এদের থেকে সাবধান হতে পারবেন এবং এদের সাথে কোন লেনদেন করা থেকে বিরত থাকবেন। অনেকের মত আমিও ঠকেছি, এরা ডলার বিক্রির নামে প্রতারনা করে, টাকা বিকাশে অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নিয়ে আর যোগাযোগ করে না, ফেসবুক থেকে ব্লক করে এবং ফোন বন্ধকরে রাখে নতুবা রিসিভ করে না। এদের লোকেশন সাধারনত ঢাকার বাইরে হয় যেন আপনি সরাসরি দেখা করতে না পারেন এবং সাধারনত আমরা ২০-৫০ ডলার এর জন্য বিশ্বাস করে টাকা পাঠাই, পরবর্তীতে এরা প্রতারনা করার সুযোগ পায়। আর আমরাও ২০-৫০ ডলারের জন্য আইনগত স্টেপ নেই না। সাবধান থাকবেন এইসব প্রতারকদের থেকে এবং পরিচিতদের সাথে লেনদেন করবেন। এরা কেউকেউ দল বেঁধে কাজ করে, চক্রের মত কারো পোস্ট দেখলে কয়েকজন নক করে এবং উৎসাহ দেয় তার পরিচিত লোকের থেকেই ডলার কেনার জন্য। এদের একাধিক ফেসবুক আই ডি এবং একাধিক নাম্বার থাকে, উল্লেখযোগ্য দিক এদের ফেসবুক প্রোফাইল এ ছবি এবং তথ্য ঠিক মত থাকে না। নিচে দেয়া এসব প্রতারকদের থেকে সাবধান থাকবেন, শেয়ার করতে পারেন।
Fact: নাম বলবে সাহিল রাহমান, কুষ্টিয়া তে থাকে, Autocad এর কাজ করে নাকি কিন্তু professional বাটপার সে, তার থেকে ডলার কেনার জন্য অনেক ভাবে convince করবে। তার নাম্বার 01937518022, 01968033722 এমনি তে ফোন ধরবে না আপনি তার প্রোফাইল এ যেয়ে নক করবেন আপনার ডলার প্রয়োজন তারপর আপনার সাথে নাম্বার বিনিময় করে ফোন রিসিভ করবে, কোন এক গ্রাম থেকে সে বাটপারি করার চেষ্টা চালাচ্ছে।
প্রোফাইল লিঙ্কঃ www.facebook.com/sahil.rahman11
Comments
Post a Comment