আমাকে একজন আজকে বেয়াদব বললো, যিনি বললেন উনি সম্ভবত মহিলা,
হিজড়াও হতে পারেন, আমি পুরাপুরি নিশ্চিত না তার পরিচয় নিয়ে, কারন ফেসবুক এ তিনি স্পষ্ট
ছবি দেন না। উনার দুইটা ফেসবুক আই ডি দেখলাম আরও থাকতে পারে। এবার আসুন ঘটনায়
আমাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালেন, আমি জিজ্ঞাসা করলাম আপনি কে, আমাকে কি চেনেন,
পরিচয় কি? উনি অনলায়িনে থেকে ও মেসেজ রিপ্লাই না করায় আমি কল করলাম ভয়েস কল। কল
কাটলেন ও না ধরলেন ও না, আমাকে মেসেজ করলেন আমার কি সমস্যা আমার কাজকর্ম আজব। আমি
বললাম আজব আপনি, না জেনে আন্দাজে ছেলেদের ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান, পরিচয় না দিয়ে
আবার ভাব ও নেন। সিলি মহিলা বলায় আমাকে ষ্টুপিড বলে ব্লক করে দিল। এর পর আমার PMS
Universe Group এ পোস্ট করেন নিজের মেসেজ মুছে আমার মেসেজ হাইলাইট করে। তাতেও
শান্তি না পেয়ে এর পর আমার পেজ OnlyZitu খুজে বের করে রিভিউ করেন আমি নাকি বেয়াদব, আমি নাকি গালি দিয়েছি, আরো উল্টা পাল্টা অযোক্তিক অভিযোগ, পেজ এর রেটিং কমানো।
পরে খুজে পেলাম উনার দুইটা ফেসবুক আই ডি, ছবি ও নেই, আমার কেন জানি মনে হয় উনার
মানসিক সমস্যা আছে। আপনারা বিশেষ করে ছেলেরা এনার থেকে সাবধান থাকবেন। সকল স্ক্রীন
শট দিয়ে দিলাম for reference. অনেক দিন পর অস্বাভাবিক আচরণ দেখলাম, সৎ সাহস ও নাই,
below the belt hitting character...এই পোস্ট দেখে উনি কি যে করবেন তাই
ভাবছি......কে বা করা উনাকে মেসেজ করেছে সেটাও নাকি আমার দোষ, আমি নাকি করিয়েছি, এরকম লোয়ার মেন্টালিটি সিক পার্সোনালিটি অনেক দিন পর পেলাম
বেয়াদব দাবিকারির আই ডিঃ
https://www.facebook.com/nushana.tasnubha.1
Comments
Post a Comment