Poor Soul Tragedy

আহত বাচ্চাটাকে আজকে সকালে এক Bike চালক তার বাইক উপরে উঠিয়ে মেরে ফেলেছে। দুর্ঘটনার সাথে সাথে সে মারা যায়। কিছু দিন আগে আঘাত পাওয়ার পর ও সে রিকভার হচ্ছিলো, অনেক মানুষ তার খোঁজ খবর নিতো, দেখে রাখতো, খাওয়াতো, এই বাচ্চাটা দিন দিন সুস্থ হচ্ছিলো, ডেইলি দুইবার ড্রেসিং করতাম, Anti biotic চলছিল, ক্ষত অনেকটাই শুকিয়ে গিয়েছিলো, আগের মতো খাওয়া দাও করতো, দৌড়াতো, কে জানতো এরকম নির্মম ভাবে বাইক তার উপর উঠিয়ে দিবে, রাতে আমার গেট এর সামনে ঘুমাতো, কালকের ভিডিও খেলছে দুইজন এক সাথে, আপনারা যারা বাইক চালান একটু সাবধান হন, যাদের বাইক এর নিচে কুকুর বিড়াল পরে মারা যায়, আপনারা কি নিজেদের মাফ করতে পারেন ?

Poor Soul Tragedy

 

বাচ্চাটা রাস্তার এক কোণে ছিল, বাইকের চাকা তার পেটে উঠে যায়, মারা যাওয়ার আগে এক জনের পায়ের কাছে এসে পা কামড়ে ধরে মারা যায়। সেই মেয়েটা তাদের কে ডেইলি খাওয়াতো, দেখে রাখতো।

 

 


Comments