সরকারের কর্মকাণ্ড যে ভাবে এগিয়ে চলছে, এভাবে চলতে থাকলে আমার মতে ২০২১ সাল নাগাদ যে অবস্থা দাঁড়াবে (রুপকল্প-২০২১)
সরকারের
কর্মকাণ্ড যে ভাবে এগিয়ে চলছে, এভাবে চলতে থাকলে আমার মতে ২০২১ সাল নাগাদ যে
অবস্থা দাঁড়াবে (রুপকল্প-২০২১)
১. ঢাকা শহরের
বহুতল নির্মাণ দেখে মনে হয় জনসংখ্যা ২০২১ সাল নাগাদ ৫ কোটি ছাড়িয়ে যাবে।
২. তাজরিন
ফ্যাশান এবং রানা প্লাজার মত আরও অনেক Tragedy আমরা দেখব।
৩. গ্যাসের অভাবে
না খেয়ে থেকে রুপকল্প-২০২১ জোর করে বাস্তবায়ন হবে, সবাই দুই বেলা খাবে।
৪. বিদ্যুৎ একদিন
পর পর আসতে পারে অথবা আধাবেলা/১২ ঘণ্টা থাকবে না।
৫. সবাইকে
মিনারেল ওয়াটার কিনে খেতে হবে। নোংরা পানি ঠিক মত পরিস্কার না হওয়ার ফলে টাক
মাথাওয়ালা লোকের সংখ্যা বাড়বে।
৬. GDP, GNP & Per Capita Income বাড়বে কিন্তু
গরিব মানুষ কে বরাবরের মত না খেয়ে থাকতে হবে।
৭. পদ্মা সেতু
হওয়ার আগেই পদ্মা নদী শুকিয়ে যেতে পারে, মানুষ পায়ে হেটে পার হতে পারবে।
৮. SSC, HSC তে GPA-5 এখনকার তুলনায়
দ্বিগুণ হবে। পাঠ্য বইয়ে ভুলের পরিমান আগের রেকর্ড ভাঙবে। হরতালের জন্য ছাত্র –ছাত্রিরা
বাসায় বসে ইন্টারনেট এর মাধ্যমে ক্লাস করবে। বিদ্যুৎ থাকবে না, অভিভাবকরা নিজ খরছে
আইপিএস কিনবে।
৯. চালের কেজি
একশত টাকার উপরে হবে সবচেয়ে কম দামিটা।
১০. শেয়ার
মার্কেটে মানুষের আগ্রহ বাড়বে বিশেষ করে স্পেকুলেসনে। কয়েক হাজার কোটি টাকা আরও শিফট
হবে।
১১. ব্যাংক সুদ
২৫-৩০% হবে। ঋণ খেলাপির পরিমান দ্বিগুণ হবে।
১২. ডেসটিনি,
যুবক, ইয়ুনিপে, বিসমিল্লাহ, হলমার্ক এর মত আরও কিছু কম্পানি জনগণকে বোকা বানাবে।
উদাহরন স্বরূপ- হলমার্ক এর পর আরচিস, বিসমিল্লাহ্র পর আলহামদুলিল্লাহ কম্পানি
আসতে পারে।
১৩. গ্রামীণ
ব্যাংক ২০২১ সাল নাগাদ সোনালি ব্যাংক এ রুপান্তরিত হতে পারে। ডক্টর মুহাম্মাদ ইউনুসের
দেশ ত্যাগে বাধ্য হওয়ার সম্ভাবনা রয়েছে।
১৪. টেলিটক 5G সেবা দিবে কিন্তু কতজন পাবে তা বলা মুশকিল।
১৫. সড়ক
দুর্ঘটনা, গুম, হত্যা, ধর্ষণ, আত্মহত্যা ২৫-৩০% বাড়বে।
১৬.চায়না এবং ইন্ডিয়া
যাওয়া বেশ কঠিন হয়ে যাবে, আমেরিকা, ব্রিটেন সহজে যাওয়া যাবে।
১৭. মিরপুর থেকে
মতিঝিল যেতে বাস ভাড়া ৭০-৮০ টাকা লাগবে। তেল ও গ্যাসের দাম দ্বিগুণ হবে। যাওয়া
আসার সময়ও দ্বিগুণ লাগবে।
১৮. মুদ্রাস্ফীতি
কমবে না। মানুষ সহজে ঋণ পাবে এবং দেউলিয়ার পরিমান বাড়বে।
১৯. বাসা ভাড়া
লাগামহীন হবে ১০০-২০০% বাড়বে।
২০. বসবাসে
অযোগ্য এবং দুর্নীতি গ্রস্ত দেশের তালিকায় শীর্ষ অবস্থান ফিরে পেতে পারে।
http://www.facebook.com/pmsuniverse
Like my Music page
Like my Music page
Comments
Post a Comment