Skip to main content
সাবধানতা: ইদানিং মোবাইল চুরি এবং ছিনতাই করার পর ক্রিমিনালরা ফোন বুক থেকে নম্বর বের করে, সেই ফোন দিয়ে বাবা মা, ভাই বোন, আত্মীয়দের ফোন করে কোনো দুর্ঘটনা অথবা পুলিশের নাম নিয়ে টাকা চাওয়া হচ্ছে এবং বিপদের কথা জেনে আত্মীয় স্বজনরা বিকাশ এর মাধম্যে টাকা পাঠিয়ে দিচ্ছেন, কারণ ফোন নম্বর তো স্বজনের, এরকম ঘটনা খুব বেশি হচ্ছে, আমার মনে হয় কন্টাক্ট লিস্ট এ বাবা মা ভাই বোন দের নম্বর (নাম) কিছুটা এডিট করে অথবা অন্যভাবে লিখে রাখা ভালো, দুর্ঘটনার কথা জানলে অনেক সময় নিকট আত্মীয় বেশি চিন্তা করেন, বিপসে পড়তে পারেন অথবা অসুস্থ হয়ে যেতে পারেন। আরেকটি কাজ হচ্ছে যতটা সম্ভব ক্রেডিট বা ডেবিট কার্ড সাথে না রাখা ভালো, ক্রিমিনালরা আটকে রেখে বুথ থেকে টাকা উঠিয়ে নেয় এবং কার্ড এর পিন নম্বর জানার জন্যে টর্চারিং করে থাকে।
Comments
Post a Comment