Dhaka Medical College, Radiotherapy Department

ঢাকা মেডিকেলে রেডিওথেরাপি বিভাগে একটি ঘটনা দেখে লিখতে ইচ্ছা হল। এক ব্যক্তির কিছু শারীরিক পরীক্ষার পর ডাক্তার জানালেন উনার ক্যান্সার ভাইটাল পর্যায়ে, উনি ঠিক মতো কথা বলতে পারছিলেন না। সাথে ছিল উনার বোন এবং ভাই, সম্ভবত উনি গ্রাম থেকে এসেছেন। উনার বোন কান্না কাটি অনেক করলেন, উনি উনার বোনকে সান্তনা দিচ্ছেন যে বেশি কিছু হলে মারা যাবো আমি, রোগীর ছোট ভাই তার বোন কে কাঁদতে মানা করছে, সে নিজেও লুকিয়ে নিজের চোখ মুছছে, আমার খারাপ লাগলো ইমোশনাল হয়ে গেলাম, এতো ক্যান্সার রোগী দেখি ওখানে, কত মানুষ যে অসুস্থ, সেই রোগীর বোন বলছে আবারো পরীক্ষা করাবে, নিশ্চিত হবার জন্যে এবং চেষ্টা চলছে তাকে হাসপাতালে ভর্তি করানোর, আজকে ঘুষ দিয়ে কেমোথেরাপি দেয়ালাম, উৎকোচ ছাড়া কাজ করানো খুব ই কঠিন সেখানে.........কত রোগী প্রতিদিন আসছে এখানে চিকিৎসার জন্য, অনেক লম্বা সময় অপেক্ষার পর ডাক্তারের সাক্ষাৎ পাওয়া যায়। গরিব মানুষের গন্তব্য সরকারি হাসপাতাল। সরকার যদি সরকারি হাসপাতাল গুলো আরো উন্নতির পাশাপাশি প্রশাসনিক তৎপরতা জোরদার করতো তাহলে মানুষের কষ্ট কিছুটা হলে ও কমতো।

 

Comments