Planning & Patience

ব্রাজিলের জয়ের আনন্দের থেকে জাপানের পরাজয়ের জন্য কষ্ট বেশি লাগলো। শেষ মুহূর্তে গোল/পরাজিত হওয়া হতাশা জনক এবং এটার প্রভাব অনেক দিন থাকে, আমার সাথে এরকম ঝামেলা অনেক হয়, সব কিছু ঠিক থাকলেও অনেক সময় Sad Ending/Failure হয়ে যায়। এরকম Hurdle ওভারকাম করার চেষ্টায় আছি, দেখছি, শিখছি, ঠকছি, সব মিলেই, সবার উচিত হতাশ না হয়ে আবারো চেষ্টা করা, ধৈর্য রাখা, Preparation/planning গুরুত্বপূর্ণ। এখন একটা প্ল্যান করে সামনে আগানো কঠিন, প্রয়োজন Holistic or 360 degree প্ল্যানিং, বাফেট সাহেবের একটা কথা খুব encouraging: "সততা অত্যন্ত ব্যয়বহুল উপহার, যার তার থেকে সততা আসা করা বোকামি", এই ভুলটাই অনেক সময় করে ফেলি কিন্তু চেষ্টায় আছি ভুল শুধরানোর 🇧🇩


Nonsense Somachar Coming Soon... বিগত কিছু দিনে অনেক কয়েকটা ননসেন্স পেলাম তাদের ডিটেলস পর্যায়ক্রমে পোস্ট করবো, তার আগে আপনাদের একটু মতামত নিতে চাচ্ছি বাটপার/ননসেন্স ব্যক্তিদের সম্পর্কে পোস্ট দেয়া কি ঠিক হবে? 


Comments