Consciouness for Roadside Animals


প্রতিদিন অনেক রাস্তার প্রাণী কুকুর বিড়াল বাইক, সিএনজি, গাড়ির নিচে পরে অথবা দুর্ঘটনার শিকার হয়ে মারা যায় এবং আহত হয়। আমরা একটু সচেতন হলে এই প্রাণগুলো বাঁচাতে পারি, যারা যানবাহন চালান একটু সচেতন হলে নির্বোধ প্রাণী বাঁচতে পারে। অনেক চালককে দেখি দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে চান একটু সাহায্য করেন না পশুগুলার চিকিৎসার জন্য। যারা এরকম করেন তাদের জন্য অন্যদের যারা এগিয়ে আসেন তাদের কে ভুক্তভোগী হতে হয়, এদের চিকিৎসা করতে হয়। আপনারা চালক যারা একটু সচেতন হন আর এক্সিডেন্ট করে ফেললে আহত পশুদের চিকিৎসা করুন।

 

এই কুকুরগুলো দুর্ঘটনা শিকার হয়ে অসুস্থ, পারলে এদের কে হেল্প করুন, শেল্টার দরকার তার সাথে চিকিৎসা, এরকম অনেক কুকুর বিড়াল রাস্তায় আছে সবাই একটু এগিয়ে আসলে এদের কে সহায়তা করা যায়। টিয়া চৌধুরী এদের কে উনার শেল্টার এ রাখতে চান কিন্তু প্রয়োজন খাঁচা, মা কুকুর এবং বাচ্চা কুকুরদের এক সাথে রাখতে এবং চিকিৎসা করতে। আপনাদের কারো পরামর্শ থাকলে জানাবেন এবং চাইলে এডপ্ট করতে পারেন এদেরকে। কালো বাচ্চাটার পায়ে আঘাত লেগেছে একসিডেন্টে।


#Awareness #সতর্কতা #সচেতনতা #Adoptation

Comments